রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ১১:০৮ অপরাহ্ন
চোর
–আবদুল জলিল
চোর চোর চোর চোর! চোর চোর চোর চোর!
চতুর্দিকে মিলছে দেখা চোর আর চোরের ভাই,
চাল চোর, ত্রাণ চোর কতো! চোরের অভাব নাই।
জন্মের পর অনেক লোকই ত্রাণ চোর দেখে নাই,
দেখবি নাকি চোরে চোরে, সেজেছে খালাতো ভাই।
সরকারের ত্রাণ করছে চুরি নিজের ইচ্ছামত,
কেউ বা আবার করে প্রতিবাদ হচ্ছে নির্যাতিত।
ভূলোকের ক্রান্তিলগ্নে যখন জনতা দিশেহারা,
চোরেরা তখন চুরিতে ব্যস্ত জনতার কাম সাড়া৷
অনেকের আবার ফখর-গর্ব তৃনমূলে বড় নেতা,
সরকারি ত্রাণ নিজের নামে বিতরণের দাতা।
বাপ-দাদাতো কোনদিনই ত্রাণ চোখে দেখে নাই,
স্বজনপ্রীতিতে ত্রাণ বিতরণ,সে মস্ত আনন্দ পায়।
সরকারের মান ক্ষুন্ন করে! তারা হচ্ছে বড়লোক,
সৃষ্টিকর্তার নিকট আরজ চোরটা ভালো হোক।
মৃত্যুর পর থাকবে কোথায় অট্টালিকা মহাধন,
সময় থাকতে করো আত্মশুদ্ধি পবিত্র হোক মন।
©আবদুল জলিল
দীঘিনালা,খাগড়াছড়ি।
Leave a Reply