বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৫:১৩ অপরাহ্ন
করো করোনা প্রতিরোধ
–ধীমান দাশ (শাওন)
প্রতিরোধের ডাক দিয়েছে
জাগো বাঙ্গালী জাগো,
করোনা ভাইরাস প্রতিরোধে
ঘরের ভিতর থাক।
অকারণে বের হইও না
ঘরের ভিতর হতে,
কথা বলতে দুরে থাকে
৩ মিটার ফাঁক রেখে।
করোনা ভাইরাস প্রতিরোধে
বন্ধ হলো সব প্রতিষ্টান,
লগডাউন হয়ে থাক সবাই
করোনা ভাইরাস হতে সাবধান।
সর্ব সময় মাস্ক রাখুন মুখে
পরিচ্ছন রাখুন পরিবেশ,
প্রতিরোধে হেলা হলে
জীবনটা হবে নি:শেষ।
সেনাবাহিনী নামল রাস্তায়
তোরা এখন ঘরে যা,
করোনা ভাইরাস প্রতিরোধে
সাহায্য করবে জনতা।
মার্কেট আর দোকান বন্ধ
রাস্তা ঘাট ফাঁকা,
করোনা তোর কত শক্তি
দেখবে বিশ্ব জনতা।
খালি হলো অনেক বুক
সচেতনতার অভাবে,
দুর হবে করোনা ভাইরাস
পরিস্কার পরিচ্ছন্ন চলা ফেরাতে।
চারদিকে একটা খবর
ধেয়ে আসছে করোনা,
দরকার বিনা অজতা
বাড়ির বাহির হবনা।
Leave a Reply