রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০৬:৪৯ পূর্বাহ্ন
নিমন্ত্রণ
মোঃ নজরুল করিম চৌধুরী
পহেলা বৈশাখে আমার বাড়ি বেড়াতে এসো বন্ধু,
আমার বাড়ি বেড়াতে এসো।
বেগুন ভাজা আর পান্তা ইলিশ দেব খেতে,
শুটকি মাছ আর শুকনো মরিচ পুড়ে দেব,
বসতে পিঁড়ি পেতে।
ঘটি ভরা জল দেব- ধুতে মুখের ঘাম,
এসো বন্ধু বৈশাখী মেলায় ঘুরবো দু, জন,
ফেলে সকল কাজ- কাম।
শুটকি মাছ আর পান্তা ইলিশ খেতে খেতেই
কাটবে অর্ধেক বেলা,
দুপুর হলে আমার এই কুঁড়ে ঘরে
একটু দেব ঘুম।
বিকেল বেলায় হাতটি ধরে চলবে ঘুরার ধুম,
পথের মোড়ে বৈশাখী মেলা- হালকা সময় ঘুরে,
গরম চায়ে চুমুক দেব একটু ধীরে ধীরে।
এই বৈশাখে আমার বাড়ি বেড়াতে এসো বন্ধু,
বেগুন ভাজা আর পান্তা ইলিশ দেব খেতে,
শুটকি মাছ আর শুকনো মরিচ,
পুড়ে দেব বসতে পিঁড়ি পেতে।
বৈশাখী মেলায় চাঁদের আলোয় জোৎস্নাতে থৈ- থৈ,
তোমার আগমনে বন্ধু তাই তো চেয়ে রই।
–কবি মোঃ নজরুল করিম চৌধুরী, যুগ্ম-সম্পাদক, চাটগাঁ সময় ।
Leave a Reply