সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০১:১০ অপরাহ্ন
ইতিহাস তোমাকে ভুলবেনা
–প্রিয়া সেন
জাতির পিতা বঙ্গবন্ধু,
শেখ মুজিবুর রহমান।
ইতিহাস তোমাকে ভুলবেনা,
চিরদিন রবে তুমি চির অম্লান।
শততম জন্মদিনে শুভকামনা,
বাঙালি জাতির প্রিয়জন তুমি।
বুকের রক্তে লেখা তোমার নাম,
তোমাকে কোনদিনও ভুলবোনা।
তুমি আমার তুমি সবার,
তুমি বাঙালি জাতির পিতা।
তুমি শক্তি তুমি সাহস,
ভুলতে চাইনা তোমার কথা।
তুমি টগবগিয়ে উঠা রক্তের তেজ,
তোমার ভালোবাসায় আমরা সিক্ত।
বাঙালি জাতি তোমাকে হারিয়ে,
হয়ে গেছে আজ নিঃস্ব, রিক্ত।
তোমার শততম জন্মদিনে,
আজ আমার শততম কবিতা।
তুমিও নেই আমিও থাকবোনা,
ইতিহাস বলবে তোমার কথা।
অনেকের মুখে বলতে শুনি,
তুমি মৃত তুমি আমাদের মধ্যে নাই।
আমি বলি বাংলা তো আছে,
তাতেই আমি তোমাকে খুঁজে পাই।
আমি হাজারোও বর্গমাইল হাঁটি,
পথে প্রান্তরে খুঁজি তোমার মুখ।
বাংলার সবুজ ঘাসে নদীর বুকে,
তোমার প্রতিচ্ছবিতে পায় যেন সুখ।
তুমি দিয়েছো আমাদের স্বাধীনতা,
তুমি বাংলার বীর সন্তান।
দিয়েছো লাল সবুজের পতাকা,
জীবন করেছো দান।
আজও তোমার ভাষন হৃদয় কাড়ে,
অশ্রু ঝরে দুচোখ বেয়ে।
বাংলাকে তুমি স্বাধীন করেছো,
কত লাঞ্চনা যন্ত্রণা সয়ে।
বাংলাকে কেউ ভালোবাসবেনা,
তোমার মতো আপন করে
নতুন একটি প্রভাত আসুক,
এসো পিতা আমার ঘরে।
বঙ্গ মানে বাংলা জানি,
সবার জানা সেই কথা।
আজ তুমিহীনা ব্যথিত হৃদয়,
বুকের গভীরে এক বুক শূন্যতা ।
বাংলার সকল মানুষকে নিয়ে,
বাঙালী আছে কত সুখে।
তোমার রক্তের দাগ লেগে আছে,
সেই বাংলার বুকে।
কত আঘাত তুমি সহ্য করে,
এনেছো বাংলার স্বাধীনতা।
চিরদিন চিরন্তন হয়ে থাকবে তুমি,
বাংলার মানুষের অন্তরে জাতির পিতা।।
Leave a Reply