রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ১২:০৫ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ ক্লাব ফুটবলের ইতিহাসের এখনও পর্যন্ত একমাত্র সমকামী ফুটবলার হলেন নরউইচের সাবেক স্ট্রাইকার জাস্টিন ফাসানু। যিনি নিজ থেকেই স্বীকার করেছিলেন নিজের সমকামি সম্পর্কের কথা। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ওয়াটফোর্ডের অধিনায়ক ট্রয় ডিনি মনে করেন, প্রতিটি ফুটবল দলেই একজন করে সমকামী ফুটবলার আছে যারা নিজেদের সম্পর্কের কথা প্রকাশ করতে দ্বিধায় ভোগেন।
বিবিসি পডকাস্টে ৩১ বছর বয়সী ডিনি বলেন, ‘আমি অন রেকর্ডেই বলতে পারব, প্রতি ফুটবল দলেই একজন সমকামী কিংবা উভকামী ফুটবলার আছে। তারা অবশ্যই আছে, আমি শতভাগ নিশ্চিত। আমি মনে করি এমন অনেকেই আছে যারা এটি স্বীকার করতে সাহস পাচ্ছে না। একবার কেউ প্রকাশ করতে শুরু করলে নিশ্চিতভাবেই আরও অনেকে মুখ খুলবে। আমি নিশ্চিত যে, একজন মুখ খুললে প্রথম সপ্তাহেই আরও ১০০ জন বলবে তাদের সমকামী সম্পর্কের কথা।’
ডিনি মনে করেন, কোনো সমকামী খেলোয়াড় যদি নিজের কথা বলতে না পারে, তবে সেটা সেই খেলোয়াড়ের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে। সমকামীদের সাহস দিয়ে দিয়ে ডিনি বলেন, ‘আমি মনে করি, সমকামী ফুটবলারদের জন্য এখনই সবচেয়ে সেরা পরিবেশ রয়েছে। আমি এটাই বুঝতে পারি না, মানুষ কেন খেলোয়াড়ি জীবন শেষ করে স্বীকার করে যে, হ্যাঁ আমি সমকামী। আমার মনে হয়, পুরো ক্যারিয়ারে এ বিষয়টা গোপনে বয়ে নিয়ে যাওয়া খুবই কঠিন।’
Leave a Reply