সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ১২:৩৮ অপরাহ্ন
ইসমাঈল হোসেন নয়ন, রাঙ্গুনিয়াঃ “ইসলাম শান্তির ধর্ম। প্রিয় নবীজী হযরত মোহাম্মদ (সাঃ) পৃথিবীব্যাপী ইসলামের শান্তির মর্মবানী প্রচার করেছেন। তাই প্রকৃত নবী প্রেমিরা, যাদের অন্তরে প্রিয় রাসুলুল্লাহ (সাঃ) এর ভালবাসা প্রেম রয়েছে, তারা কখনও বিভেদ সৃষ্টি করতে পারে না। তাই সুন্নিয়তের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
শনিবার ২ জানুয়ারি রাতে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে আ’লা হযরত সুন্নি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে সুখবিলাস ফিশারিজ এন্ড প্ল্যান্টেশনের চেয়ারম্যান এরশাদ মাহমুদ এসব কথা বলেন।
আঞ্জুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশ ও দক্ষিণ রাঙ্গুনিয়া সর্বস্তরের সুন্নি জনতার উদ্যোগে উপজেলার পদুয়া ইউনিয়নের রাজারহাট নূরে মুনির কনভেনশন হলে এই সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আঞ্জুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশ ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মা.)।
প্রধান বক্তা ছিলেন ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসার প্রধান মুফাচ্ছির আল্লামা মুহাম্মদ শফিউল আলম নিজামী (মা.)। মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন শাহজাহান মেম্বার, মাওলানা আইয়ুব নূরী, ববদিউজ্জামান বদি, জাহেদুল ইসলাম, এমদাদুক হক, কাজী আমিনুল হক, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা হাকিম উদ্দিন, ফোরখান রেজা, মো. আজিজ, আবুল কালাম, মাওলানা হাফেজুর রহমান, রাসেল মাহমুদ, আব্দুল হান্নান তালুকদার, জাহাঙ্গীর হোসেন, ইকবাল হোসেন, মাওলানা নুরুল আজিম, আরফাত হোসেন প্রমুখ।
Leave a Reply